কবিতা - অদিতি সেন চট্টোপাধ্যায়

সবুজ আলো
অদিতি সেন চট্টোপাধ্যায়



রাত বেড়ে যায়... রাত বেড়ে যায়
শুধু একটা সবুজ আলোর দিকে তাকিয়ে তাকিয়ে
আমি হাতড়ে ফিরি হারিয়ে যাওয়া স্বপ্নিল মুহূর্তগুলি...

রাত বেড়ে যায়... রাত বেড়ে যাবে...
সবুজ আলো পথ দেখাবে না আর
...এ কথা মেনে নেবার আগেই...
....আমার দুচোখে যেন ঘুম নেমে আসে


2 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ ফেব্রুয়ারী, ২০১৪ এ ১২:৫৫ AM

    অদিতি সেন চট্টোপাধ্যায়ের 'সবুজ আলো' কবিতাটি সাম্প্রতিক সময়কে ধারন করে আছে ! কোথাও কোন এক হারানো সময়ের জন্য দুঃখের ছোঁয়াচ মনকে স্পর্শ করে যায় !


    উত্তরমুছুন
  2. দেবাশিস দা'র সাথে একমত। খুব ভালো লাগলো !

    উত্তরমুছুন