কবিতা - সৌভিক দে (শুভ)

নীল রঙের খাম
সৌভিক দে (শুভ)



কেটেছে রাত্রি,
আবছা আলোয়,
আর্তনাদ শুনে।
রক্ত জলে,
পুকুর পাড়ে,
নীল রঙের খামে।।

কোথাও ছাত্র,
খুন হয়েছে,
পুলিশি অত্যাচারে।
ডাকঘরেতে,
ষ্ট্যাম্প পড়ছে,
নীল রঙের খামে।।

একটি মেয়ে,
বন্দিনী আজ,
শকুনের ভিড়ে।
শহর জুড়ে,
চিঠি লেনদেন,
নীল রঙের খামে।।

জ্বলছে আগুণ,
শহর জুড়ে,
অজানা দাবানলে।
রাজনীতিতে,
উথাল-পাথাল,
নীল রঙের খামে।।

পথের ধারে,
মৃত শরীরে,
শোকের কোলাহলে।
ঝড় আসছে,
আগাম বার্তা,
নীল রঙের খামে।।

ভোট যুদ্ধে,
জিততে হবে,
এই স্লোগানে।
জুয়োর টাকায়,
ঘর ভরেছে,
নীল রঙের খামে।।

আম জনগণ,
ফেঁসেছে আজ,
রাজনীতির চাঁপাকলে।
হাতির লড়াই,
বাক্স বন্দি,
নীল রঙের খামে।।


4 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ ফেব্রুয়ারী, ২০১৪ এ ১:১২ AM


    সৌভিক দে (শুভ)র 'নীল রঙের খাম' কবিতাটি সমসাময়িক কালের আশাভঙ্গের এক জলছবি । কিছুটা হতাশা আর কিছুটা ক্ষোভ নিয়ে শৌভিক তার মনকে উজাড় করে দিয়েছে এই লেখাতে !

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Hya Dada Thik Dhorecho, Chokher Samne Ghote Jawa Ghatona Gulo Dekhe Jakhon Hater Upor Hath Rekhe Sudhu Dirgho Niswas Fela Chara R Kichu Korar Upay Nei, Takhonoi Eta Lekha..........

      মুছুন
  2. খুব ই উন্নত মানের লেখা ! বিশেষ প্রশংসা পাবার দাবী রাখে। শুধু বুঝলাম না কবিতার নাম কেন নীল রঙের খাম !!

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Swapan Jethu Aashole Moner Moddhe Kramagato Raktakhoroner Por Eai Lekhar Prokash. Tai Moner Kotha Guloke Chithi Vebei Chithir Kham Bishokriyay Nilavo Hoye Jawa Sorir er Sathe Melate Cheyechi.......

      মুছুন