কবিতা - দেবাশিষ সেন

স্ব-মন
দেবাশিষ সেন



তপ্ত মন, স্নিগ্ধ মন-
কখনো শীতল, কখনও উতল,
ভাঙে আবরণ, তুলে আলোড়ন-
হয়ে উচ্ছল, খোঁজে তলাতল।

তপ্ত মন, স্নিগ্ধ মন-
রচে যুগান্তর, গড়ে খেলাঘর,
জাগিয়ে শিহরণ, করে সমপর্ণ -
হয় নির্ঝর, ভাসে চরাচর।

তপ্ত মন, স্নিগ্ধ মন-
কখনো ছন্নছাড়া, কখনও পাগলপারা
ইশারায় আমন্ত্রন, পরশে মরণ-
যুগান্তরে বাস্তুহারা, নীরবে ফল্গুধারা।

তপ্ত মন, স্নিগ্ধ মন-
আকুল ইহকালে, ব্যাকুল পরকালে,
মানেনা শাসন, জানেনা কারণ-
বাঁধে মায়াজালে, বাঁচে অন্তরালে।।



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন