কবিতা - ঋত্বিক দাশশর্মা





কবিতাঃ

অলিক সুখ 
ঋত্বিক দাশশর্মা


পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকে বিচিত্র রংয়ে আঁকা নারী দেখার আশায়, 
সেখানে সাদা-কালো ধূসর রংয়ের কষ্টের হাহাকার ছাড়া চোখে পড়ে না কিছুই।
একটি একটি করে সমস্ত পৃষ্ঠায় খুঁজতে থাকি জলরংয়ে আঁকা নারী
কখনো সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ম হয়ে ওঠে ... অমানুষের মত ওরা বলে,
ওগো আমার কল্পিত নারী, আমার অধিকারের বশে 
একবার এসো এই সর্বনাশের দেশে ... 
আমি রেখেছি যেখানে আবেগের দুফোঁটা অশ্রুজল, 
বিপুল সুখের ক্ষুধা নিয়ে আছড়ে পরে ওদের রং তুলি জল 
অবাধ্য জড়ানো নির্বাক নারী তাকায় অবুঝ বসন্তের দিনে ...
ওরা কেউ অধিকার ছাড়তে রাজি নয় প্রথম ইন্দ্রিয় বিনে ।


2 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৪ এপ্রিল, ২০১৪ এ ৫:২৬ PM

    ঋত্বিক দাশশর্মার 'অলিক ( অলীক ? ) সুখ' পড়ে একটু অবাক হলাম ।
    গত দু'বছর আগে প্রায় ঠিক এমনই একটি কবিতা ' বিপরীত সুখ' নামে একটি বাংলাদেশের ''বৈশাখী ঝড়ের ব্লগ ''-য়ে পড়েছিলাম,সেই কবিতাটিও নীচে তুলে দিলাম,ব্লগের লিঙ্কসহ ।

    দুটি কবিতার বেশ কিছু শব্দ ও লাইন প্রায় এক !
    ঋত্বিক ছবি আঁকা ও লেখার ব্যাপারে খুব সু-নামী ,সে পরিচয় আমরা আগেও পেয়েছি ।
    তাই এই সমাপতন আবার নতুন করে ভাবাতে শুরু করল।
    ---------------------------------------------------------------------
    বিপরীত সুখ
    ---------------
    কাগজের অপর পৃষ্ঠায় নাকি সমস্ত সুখের ছবি আঁকা আছে
    পিঠাপিঠি জড়িয়ে আছে পরস্পর নিবিড় আলিঙ্গনে

    আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে থাকি বিচিত্র রংয়ে আঁকা সুখ দেখার আশায়
    সাদা-কালো ধূসর রংয়ের কষ্টের হাহাকার ছাড়া চোখে পড়ে না কিছুই।
    একটি একটি করে সমস্ত পৃষ্ঠায় খুঁজতে থাকি জল রংয়ে আঁকা সুখ
    সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ম হয়ে ওঠে, এই বুঝি পাব এবার সুখের দেখা,

    কিন্তু ভুল ভাঙ্গতে খুব বেশি দেরি হয় না আমার যখন দেখি......
    পরিচ্ছন্ন সাদা কাগজের ভাঁজে ভাঁজে ফুটে ওঠে নিদারুণ কষ্টের নীল দাগ।

    আগুনে পোড়া ছাই ভস্মের স্তরে সুখগুলো যেন বাতাসের স্পর্শে মিলিয়ে যেতে থাকে
    ধীরে.......... ধীরে...................।

    http://baishakhijhar.blogspot.in/2014_02_01_archive.html

    উত্তরমুছুন
  2. দেবাশিস কাঞ্জিলাল৪ এপ্রিল, ২০১৪ এ ৫:৩৯ PM

    আমার একটু ভুল হয়েছে লিখতে,
    দু বছর নয়,
    পড়েছি দু মাস মত আগে :)

    উত্তরমুছুন