কবিতা - শিবলী শাহেদ (বাংলাদেশ)



কবিতাঃ 

খুন
শিবলী শাহেদ (বাংলাদেশ)


এইমাত্র কফিনের ডালা বন্ধ করলাম। 
তোমার আত্মার শান্তি হোক। 
ঘর উষ্ণতা হারিয়েছে কফিনে তাই
অন্ধকারে টেনে নিয়ে যাই 
কালো পর্দায় দু' একটা বেড়ালের চোখ...

কাঁপা-কাঁপা হাতে তবু চিন্তা নেই
বাণ্ডিলটা ঠিকঠাক গুঁজে দিয়েছি
হ্যাটের ভেতর।
দূরে কোথাও সাইরেন বাজছে
রক্তকণিকায় ঘোর
সন্ত্রস্ত শীতের শিশির
পুলিশ আসছে বোধহয়..... 


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন