কবিতাঃ সুজাতা ঘোষ





কবিতাঃ


আশা
সুজাতা ঘোষ


কড়ায় গন্ডায় বুঝে নিতে চাও ভালোবাসার দাম? 
বোঝোনি তবে কি হতে পারে প্রেমের সংগ্রাম!
আমার মনের জানালার ধারে
চিল শকুনে ঝগড়া করে...
প্রতিদিন সেথা নতুন করে বেঁধে যেতে হয় বাসা
আর তুমি বল কি না ভুলে যেতে হবে বিদ্রোহ হতাশা?

রাতের আঁধারে রোজই যেখানে মরা পোড়ানোর ভিড় 
জানালার ধারে সেই শ্মশানে প্রেম কেন অস্থির? 
কবর দিয়েছি... পেতেছি সেখানে ভীষ্মের শরশয্যা
আজ বাজারে বিক্রী করছি নারী প্রজাতির লজ্জা! 
অনেক ক্রেতা বিক্রেতার দল করে আছে সেথা ভীড়।

তবু কেন আশা ঘুরে মরে আজও প্রেমে হয়ে অস্থির?


2 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৫ মে, ২০১৪ এ ৫:২৩ PM

    চিল-শকুনে ঝগড়া করুক
    তবু কোলাহলে প্রেম বাঁচে,
    এখনো তো লোকে পিকনিক করে
    আগ্নেয়গিরির আঁচে ।

    উত্তরমুছুন
  2. দেবাশীষ সেন, জামশেদপুর৫ মে, ২০১৪ এ ৬:৩১ PM

    অল্প করে কবি অনেক কিছুই বুঝিয়ে দিয়ে গেলেন, কিছু বোঝা বোঝানো বড় সহজ, তাকে ব্যাক্ত করা বড্ড কঠিন। তাই শুধু ভালো লাগলো, এই বলে কবি কে নিজের ভাবনাটুকু বোঝাতে পারলাম না,

    উত্তরমুছুন