কবিতাঃ
যাপিত আবদ্ধ চক্র
মাসউদুর রহমান খান (বাংলাদেশ)
তোমাদের ইট পাথরের শহুরে দালান,
তার ভিতরে বসবাস করা মানুষ যান্ত্রিক!
মানবিকতা আজ হারাতে বসেছে,
সবকিছুই বড় বেশি মেকি মনে হয়!
এ্যালার্ম! আড়মোড়া দিয়ে জাগা,
সময়মত কর্মস্থলে যাবার তাড়া,
ব্যস্ত রাস্তা, বিরামহীন ছুটে চলা,
কখনো ট্রাফিক সিগন্যালে বিরক্ত মুহূর্ত!
ক্লান্ত শরীরে আবার ঘরে ফেরার তাড়া,
পরদিনের অপেক্ষায় ঘুমোতে যাওয়া,
যাপিত জীবন আবদ্ধ এই চক্রে,
বড় সাজানো এই কর্পোরেট জীবন!
গভীর রাত, ল্যামপোস্টে জ্বলজ্বলে আলো,
কিন্তু, মন যেন অন্য কোথাও,
রাতে গাঁয়ের মেঠো পথ ধরে হাটা,
জোনাকি আলো জ্বলছে, আর কানে আসছে,
ঝিঁ... ঝিঁ... ঝিঁ...
যেন আগমনের প্রতীক্ষারত!
অলাতচক্রে গাঁথা এ জীবন
উত্তরমুছুনএইভাবে ঘুরে যায় চিরকাল,
কালে কালে শুধু পট পালটায়,
এ নিয়ে বিলাপ শুধু আত্মক্ষয় ।
Dhonnyobad dada...
মুছুনঅসাধারন লিখেছ ভাই ।
উত্তরমুছুনvalobasha nio, priyo dada....
মুছুনValo Laglo, Chomotkar Lekhoni
উত্তরমুছুনarif vai, thanks... :)
উত্তরমুছুন