কবিতাঃ সরদার ফারুক (বাংলাদেশ)















কবিতাঃ


নিরেট ঠাট্টার মতো
সরদার ফারুক (বাংলাদেশ) 


নিরেট ঠাট্টার মতো, ঘরে ও বাইরে
যে যেভাবে পারে 
খুলে নিয়ে গেছে 
মলিন কৌপিন

পাথর-বৃষ্টির কথা থাক
আর্তনাদের বিষয়ে কিছু
বলতে আসিনি

আমাদের উঠোনেও একদিন চন্দ্রমল্লিকার
শোভা ছিল, কতোবার আমরাও ঘুড়ি উড়িয়েছি


1 মতামত: