কবিতাঃ সৌভিক দে (শুভ)







কবিতাঃ

কবি বনাম কবিতা
সৌভিক দে (শুভ)


একটি কবি ছন্দ দেয়
একটি কবি শব্দ,
একটি কবির আবৃতিতে
একটি কবি জব্দ।।

একটি কবি সুর বেধেছে
একটি কবি গান,
একটি কবির লেখনিতে
একটি কবির প্রাণ।।

একটি কবি শিক্ষানবিস
একটি কবি জ্ঞানি,
একটি কবি প্রেসিডেন্সীতে
একটি কবি দামি।।

একটি কবি চালাক অতি
একটি কবি বোকা,
একটি কবির দুঃসময়ে
একটি কবির ধোকা।।

একটি কবি ছাত্রনেতা
একটি কবি প্রেমিক,
একটি কবি প্রশাসনে
একটি কবি শ্রমিক।।

একটি কবি কৃষকশ্রেণী
একটি কবি মাঝি,
একটি কবি স্বেচ্ছাসেবক
একটি কবি হাজী।।

একটি কবির আঁধার রাতে
একটি কবি আলো,
একটি কবি দিনে দুপুরে
একটি কবি ভালো।।

একটি কবির শব্দ বাণে
একটি কবি হত,
একটি কবি শ্মশান ঘাটে
একটি কবি গত।।


3 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৫ মে, ২০১৪ এ ৫:৫৬ PM

    ছন্দিল বেশ ।

    উত্তরমুছুন
  2. দেবাশীষ সেন, জামশেদপুর৫ মে, ২০১৪ এ ৬:৫০ PM

    বাঃ, বেশ সুন্দর কিন্তু শেষটুকু পড়ে মন কেমন করে উঠলো, বিষাদ সমাপন।

    উত্তরমুছুন
  3. শুভ , আজকাল ভালো লিখছিস ।

    উত্তরমুছুন