কবিতাঃ সিয়ামুল হায়াত সৈকত (বাংলাদেশ)













কবিতাঃ


কবিতায় খ
সিয়ামুল হায়াত সৈকত (বাংলাদেশ) 


হাঁটছি আর খাচ্ছি মানবতা।
ধূলোর সাথে একটুকরো কেক। একটি জ্বলন্ত বিষদন্ড। মশার কামড়। বিষাক্ত কামড়।

হাঁটছি আর নিচ্ছি ঘামের স্রোত।
নীল পাঞ্জাবির ওপাশ ভিজে চুপচুপে। হাতে আগামীর বই। তাও। তবে বন্ধু বলেছে
আমার শরীর দিয়ে নাকি চকলেটের সুঘ্রাণ আসে। বিশ্বাস হয়না।

হাঁটছি আর দিচ্ছি অঢেল প্রেম।
মাকে ভালোবাসি। তাকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলি ভালোবাসি। কেউ শোনেনা।
আমার প্রেম। আমাকে।


1 মতামত: