কবিতাঃ সৌমিত্র চক্রবর্তী
















কবিতাঃ

অপেক্ষায় মানুষ হওয়ার
সৌমিত্র চক্রবর্তী 


দেখতে দেখতে দুপাশের জুলপি রঙ হারাচ্ছে, 
রাস্তার ধারের আগাছার দল
নিজেদের স্বাধীন সত্বা হারিয়ে
ঢেকেছে আজব ক্যামোফ্লেজড খোলসে,
দুদিকেই ঘাড় হেলিয়ে রেখে মেরুদণ্ড
বেঁকে ভাঙতে ভাঙতে সাপের হাড়
হয়ে গেছে এই ছেষট্টি বছরে,
তবুও হতবুদ্ধি ভাব কাটিয়ে
নিশ্চিত দৃঢ়তায় বলতে পারিনা
আমিই এ প্ল্যানেটের শ্রেষ্ঠ জীব।
নিজেকেই বিভ্রান্ত করতে দুলে দুলে
লন্ঠনের ঘষা কালি পড়া আলোয়
নিবিড় আন্দাজে কেবল মুখস্থ করেছি
অন্ধকার যুগ শেষ হওয়ার মিথ্যে গালগল্প,
সুবিধেমত লালসার লম্বা জিভ
বার করে চেটেপুটে খেয়েছি রসালো
ঘটিগরম কেচ্ছাকাহিনী তৃপ্ত আবেগে,
ধুকপুক তখনো চলতে থাকা রক্তমাখা
অবয়ব সযত্নে দূর থেকে দেখে নিয়ে
সেদিনের এডভেঞ্চারাস গল্পমালা
দুহাতের তালুতে জড়ো করে নির্লিপ্ত
চলে গেছি, অস্থির হৃদয়পিন্ডকে জাহান্নামে
যেতে দিয়ে ধোপদুরস্ত পোষাক আড়ালে ;
দিন চলে গেছে বিকেলের হাত ধরে
রাত স্থায়ী হয়ে গেড়েছে মৌরসিপাট্টা,
বুক ফুলিয়ে বলতে পারিনা আর
কোনোদিনও মানুষ হব কি না!


1 মতামত:

  1. অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা চিলেকোঠা ওয়েবজিন কে। চমৎকার প্রকাশ।

    উত্তরমুছুন