কবিতা - অনীক রুদ্র


যাত্রা
অনীক রুদ্র

কী তাকে চালিত করল?
এই জলাজঙ্গলের দিকে 
দুটি নুলো হাত?
কুলিশ ছিল না?
তৃণ-মাতৃকার ছেলে
নাজেনে সে কিছুতে যাবে না
কষ্টে তার বিষ মিশে যাক
যেন চোখ ভল্ল হয়ে ফেরে!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন