কবিতা - দর্শনা বসু


জন্ম
দর্শনা বসু



সরীসৃপ নেশা চলকে ওঠে
রাতের জলজ চলনে,
খুঁজে নেয় ক্ষুধিত যাপন

তীব্র থেকে তীব্র আশ্লেষে
যা মুক্ত হয় আক্ষরিক ঘর্ষণে
ভেসে ওঠে কবিতার মুক্ত শরীর

খসে যায় শেষতম আবরণ
ভ্রমের জংলা চোখে তখন
কাঁকড়ার মদালস সম্মোহন।


2 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৭ অক্টোবর, ২০১৪ এ ৬:১৯ AM

    তীব্র আদিমতা প্রশ্রয়ে প্রকট,
    কেন্দ্রীভূত আক্ষরিক চিন্তার আশ্রয়ে ।

    উত্তরমুছুন