মুক্তগদ্য - জয় ভট্টাচার্য



ওঁ শান্তি!
জয় ভট্টাচার্য



মনুষ্য জন্ম বড়ই বিস্ময়কর। তার সব কিছু চাই... তার চাই সুখ আহ্লাদ,
আহ্লাদ ভুলে গিয়ে তার চাই বিরহও, তার চাই লজ্জা নিবারণের বস্ত্র, আবার
বস্ত্র খুলে ফেলতেও সে পারদর্শী, সে ধনী হতে চায়, আবার ধন উড়িয়ে দিতেও সে
সিদ্ধহস্ত... তার প্রেম চাই, কাম চাই, সম্ভোগ চাই, আবার প্রেম দূরে ঠেলাও
চাই, কামনার সমালোচনা করাও চাই, সম্ভোগ লুকনোও চাই... তার স্ত্রী চাই,
তার স্বামী চাই, তার পরস্ত্রী চাই, তার পরপুরুষ চাই... চুরি করবার জন্যে
তার রাত্রি চাই, চোর ধরবার জন্যে তার দিন চাই... তার সুডৌল স্তন চাই,
স্তনে আঁচড়ে কামড়ে রক্ত ঝরানো চাই... তার বীর্য চাই, ভ্রূণহত্যাও চাই !

এতকিছু চাইবার পরেও তার ক্লান্তি নেই, তার আরো চাই। ক্লান্তি জুড়োতে তার
ঘুম চাই, স্বপ্ন চাই, নির্ঘুম রাত্রিও চাই। শুকনো বিছানা চাই, মখমলে
বালিশ চাই, সেই বালিশে মুখ গুঁজে কেঁদে ভাসানোও চাই। যন্ত্রণা চাই,
আঁতুড়ঘরের কান্না চাই, বুকে বসিয়ে দেবার জন্যে ধারালো ছুরি চাই, রক্ত
ধোয়ার জল চাই, নদী চাই, সমুদ্র চাই, ঢেউ চাই, সাঁতার কাটা চাই, সমুদ্রকে
বেঁধে রাখার বাঁধ চাই, নদী শুকোনো চাই, শুষ্ক বালি চাই, 'ডকুমেন্টরি
ফিল্ম'-এ পুরষ্কার পেতে তার বিশ্ব-উষ্ণায়ন চাই!

তার মনে শান্তি চাই, শক্তি চাই, শক্তি যোগাতে ঈশ্বর চাই, ধর্মীয় ভাবাবেগ
চাই, ধর্মে ধর্মে বিভেদ চাই, ভূখন্ড বিভাগ চাই, পররাষ্ট্রের মদত চাই,
বোমারু বিমান চাই, নির্বিচারে হত্যা চাই, নখে টিপে মারা চাই উকুনের মত।
তার ধনতন্ত্র চাই, তার সাম্যবাদ চাই, সাম্যবাদী গণতন্ত্রের ইতিহাস জানা
চাই, ভোগবাদী ধনতন্ত্রের অহিফেন চাই!


1 মতামত: