কবিতাঃ শ্রাবণী বসু






কবিতাঃ


ফোটা আর ঝরা
শ্রাবণী বসু


কচুর পাতায় একটি বিন্দু
হীরের কুঁচিতে খুশির সিন্ধু

শিশির বলে রেখো সৃজনে
মায়াহীন কায়া নিভৃতে বিজনে

কাঁপন জাগলো পাতার বুকে
মায়ামৃগ ছোটে চতুর্দিকে

অলীক স্বপন কেবলই অধরা
জীবন মানেই ফোটা আর ঝরা ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন