কবিতাঃ সুমন কুমার সাহু





কবিতাঃ


শুধু তোমার তরে
সুমন কুমার সাহু 


জানি আমি যাব চলে
জীবনের মালা গেঁথে
এই নীল আকাশের পথে
মনের এই ভাবনা গুলো
হৃদয়ের ছোঁয়া লেগে
পড়ে রবে বালু পথে।

হয়ত তুমি অবুঝ ভাবে
আলতো নরম ছোঁয়া দিয়ে
মাড়িয়ে যাবে এ পথ দিয়ে
সেদিন ও বুঝি ভাববে না যে
ভাবনা গুলো
শুধু তোমার তরে।

হয়ত সেদিন আমি
তোমার থেকে বহুদূরে
ঘন কালো আকাশের মাঝে
হাজার তারার একটি আমি
সারা রাত্রি শুধু তোমার ’তরে
দেখছি আমি চোখটি মেলে।

হাজার তারার মাঝে মোরে
হয়ত যদি বুঝতে পারো
চিনতে পারো আমায় দেখে
দিচ্ছি কথা মিলিয়ে নিও
উল্কা হয়ে পড়ব খসে
আসব শুধু তোমার তরে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন