কবিতাঃ শুভ্র নীল (বাংলাদেশ)






কবিতাঃ



বাদলা দিনের মাতলা ইচ্ছা
শুভ্র নীল (বাংলাদেশ)


ইচ্ছে করে ভেজা কাক হয়ে উড়ে যাই ঐ মেঘের পানে
বৃষ্টিস্নাত হয়ে হিমেল হাওয়ায় ডানা ঝাপটিয়ে বেড়াই
আজ এই টিপ টিপ বৃষ্টি আর মেঘাচ্ছন্ন দিনে
শূন্যে মিলিয়ে দেই সকল ক্লান্তি আর হতাশা......!

ইচ্ছে করে ঐ মেঘের ভাঁজে ভাঁজে আঁকি সাদাকালো ছবি
মেঘের আড়ালের রঙিন সূর্য হয়ে একটু হেসে উঠি
আজ এই এমন অকাল বর্ষা গুমোট দিনে
অনুভূতিগুলোকে মিলিয়ে দেই মেঘ, রোদ আর বৃষ্টির মাঝে।

ইচ্ছে করে ঐ বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ি আঝোর ধারায়
শূন্যে নেচে নেচে সবুজের স্পর্শ নিয়ে ঝরে পড়ি ভূতলে
আজ এই বাদলঘন দিনে ছন্দ তুলি টিনের চালে ঝমাঝম
কান্নাগুলোকে সুর করে তুলি সে ছন্দে আর মাতি আনন্দে।

ইচ্ছে করে সাদা বক হয়ে উড়ে যাই ঐ পদ্মার পানে
বৃষ্টি মাখা গায়ে নেমে পড়ি পদ্মার টলটলে জলে মাছের খোঁজে
আজ এই উদাস শূন্য দিনে নদীর প্রবাহমান স্রোতের মাঝে
ভাসিয়ে দেই সব রাগ, অভিমান আর অহমিকাকে।

ইচ্ছে করে রাখাল হয়ে ছুটে যাই গরুর পাল নিয়ে
কপালে গামছা আর হাতে বাঁশি নিয়ে বৃষ্টি মেখে
আজ এই ঝর ঝর মুখর বাদল দিনে
কোমল পল্লী সুরে সুরে মাতিয়ে দেই সবদিক।

ইচ্ছে করে মাঝি হয়ে বৈঠা হাতে নৌকা চালাই
বৃষ্টি মাথায় মোর বধূ কে যাত্রি করে ভেসে যাই দিগন্তে
আজ এই বৃষ্টিস্নাত ভালোবাসার দিনে ভাটিয়ালি সুরে
ভালোবাসার অর্থ খুঁজি বধূর কালো জোড়া চোখে।

ইচ্ছে করে কৃষাণ হয়ে ছুটে যাই ফসলের মাঠে
বাদলা দিনের গানে গানে ফসল ফলাই মাটির বুকে
আজ এই বাদলা হাওয়ায় মাতাল দিনে
ভবিষ্যতের স্বপ্ন বুনি কষ্ট ভুলে মাটির বুকে।

ইচ্ছে করে কচি সবুজ পাতা হয়ে ঊর্ধ্বাকাশে চেয়ে থাকি
ফোঁটা ফোঁটা জলে স্নাত হয়ে ছন্দ তুলি বৃক্ষরাজিতে
আজ এই স্বপ্নমাখা দিনে সদ্য ফোটা ভেজা রঙিন ফুলের ছোঁয়ায়
ভালোবাসা জাগিয়ে তুলি ভাবুক মনের কল্পাকাশে।

ইচ্ছে করে প্রিয়ার পায়ের নাচের ঘুঙুর হয়ে বেজে উঠি
বাদল ছন্দে ছন্দে কোমল পায়ে নৃত্যের তালে তালে
আজ এই সুরময় ঝমঝম বাদল দিনে দৃপ্ত ছন্দে
প্রেম আর অনুভূতিগুলোকে জাগ্রত করি নাচের তালে।

ইচ্ছে করে বৃষ্টি শেষের নীরবতা হয়ে সাজাই শূন্যতা
আঁধার কেটে একটু রোদের মিষ্টি পরশ ছড়িয়ে হেসে উঠি
আজ এই গুমোট বাদলা দিনের আবহ দূর করে
আশার আলোয় আলোকিত করে তুলি বৃষ্টিস্নাত চারিপাশ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন