কবিতাঃ সুমিত্রা পাল




কবিতাঃ


য়্যু ক্যান উইন
সুমিত্রা পাল


একদিকে
পুঞ্জিভূত দীর্ঘশ্বাস , ক্লান্তি ,
হতাশা আর আপ্রপ্তি বোঝাই আমার প্রাত্যহিকতার নাও
এঁদো পুকুরে তির তির করে কাঁপে
চারপাশে শালুক, শাপলা, কচুরিপানা...
ডানাভাঙ্গা পাখির কান্না ।

অপরদিকে
টলটল স্বচছ জলের
ফেনায়িত তরঙ্গোচ্চ্বাসে
দুর্ধর্ষ অ্যাডভেঞ্চারাস রাফটিং
স্বপ্ন আর বাস্তবের মাঝামাঝি পরযায়ে যখন আমি
বুক শেলফ থেকে উঁকি মারে শিব খেরা
য়্যু ক্যান উইন ।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন