অরণ্যযাত্রা
আহুতি ভট্টাচার্য্য
অসীম মমতা ছিল মনে,
অসম্ভব দৃঢ় হয়েছিল আমার এ মুঠো করা হাত,
বড় যত্ন করে অরণ্যগভীরে
সাজিয়েছি এই সৌধসোপান।
জ্যোৎস্নার মায়াবী আঁচলে শুয়ে থাকি আমি, রাতভোর,
জলাধারে সোপানের শেষ বিস্তার...
যেখানে বর্ণময় মাছেদের চতুর সংসার...
নগ্ন হয়ে রৌদ্রস্নানে কেটে যায় আধেক দুপুর।
চুলে গেঁথে রাখি আঁধফোটা বকুলের কুড়ি
অরণ্য ঢেকে রাখে অঙ্গ আমার --বুনোট সবুজ।
আমার সমস্ত অহঙ্কার
মলিন হয় তোমার সে দৃপ্ত পৌরুষ ছটায়---
ভুলে যাই জন্ম সন,গ্রহের বিন্যাস
সেকি শুধু মমতা ঝরাব বলে, তোমার পাথর হৃদয়ে?
জ্যোৎস্নার মায়াবী আঁচলে শুয়ে থাকি রাতভোর,
নগ্ন হয়ে রৌদ্রস্নানে কেটে যায় আধেক দুপুর
সেকি মগ্ন হয়ে শুনব বলে—
তোমার ঐ শরীরের বাউলিয়া মেঠো সুর?
BAH...
উত্তরমুছুনchhuye gelo....
উত্তরমুছুনAha....
উত্তরমুছুনsundor kobitati
উত্তরমুছুনCHHUYE GELO
উত্তরমুছুনভাল লাগলো...
উত্তরমুছুনosombhob bhalo laglo.. khub sundor...
উত্তরমুছুনLikhte Thak ..........amrao pori mughdho hoa
উত্তরমুছুন