কবিতা - সৌরদীপ গুপ্ত

প্রাত্যহিক
সৌরদীপ গুপ্ত


প্রতিদিনের যাবজ্জীবন দণ্ডভোগ
প্রতিদিনের জাবর কাটা, কুঅভ্যেস
প্রতিদিনের নখের আঁচড়, গুপ্তরোগ
জীবন এবং আর্দ্রতাদের রাখছে রেশ....

প্রতিদিনের একলা ফেলা চোখের জল
প্রতিদিনের কাশির শেষে রক্তপাত
জীবন নাকি তারল্যে ফের চিরোচ্ছ্বল
প্রাত্যহিকের সীমন্তে রং জড়ায় রাত

তবুও আজ ঘুম ভাঙ্গালো অন্ধকার
তবুও আজ দুচোখ সায়র, নীলোত্পল?
তবুও আজ একলা ঘরের ঘুমঘোরে
দূর আলেয়ায় ডাক পাঠালো, 'জলকে চল.....'


1 মতামত: