কবিতা - অলোক চৌধুরী

অন্য জীবন
অলোক চৌধুরী



ব্রীজের উপরে
আজও গিটার বাজায় ছেলেটা।
ক্লান্তিহীন মনোবলে চমকায় বিদ্যুৎ--
বিদ্রোহীর রুমাল উড়ে আসে,
তার মনের গহন কোণে।
একগুচ্ছ সুরের চমক,
ছড়িয়ে দেয় দিকচক্রবালে।
একান্ত নিবিড় অন্ধকারে,
ক্যানসারের যাতনায়,
বাড়িতে তার অসুস্থা মাতা।

মন উড়ে যায় শ্মশানবৃত্তের পাখনায়,
বাকরুদ্ধ নাগরিক জীবনে।
নদীর কূল ছাপিয়ে,
বহুদূরে বহুদূরে।
তবুও গিটার বাজায় ছেলেটা,
ব্রীজের উপরে, আপনমনে।


3 মতামত: