কবিতা - রত্নদীপা দে ঘোষ

দইওয়ালা চাঁদ
রত্নদীপা দে ঘোষ



আজ অমল আসবে নক্ষত্র বাগানে …. মরশুমি পাখির চাষ পোষা তাঁবুর ভেতরে শীতকালীনপ্রখর অমল আসবে সাথে পরিযায়ী কুয়াশাপাইন ।

সুর দেওয়া কবিতায় আঙুল গড়বে গহরজান । জিয়নকাঠির তিনতালে চুড়ির শব্দকোষ ... অন্ধকার পেরিয়ে জরিমানা ধুলোর ধমনীতে সুসিদ্ধ ফারেনহাইট ।

অমল নির্ভেজাল পড়ুয়া কিশোরঘুড়িতে খরাদিন ভেঙে আসবে , হাঁটুতে লেগে পিত্যুইটারির কাদা ... বাস্তুসাপের পাখনায় জোনাকির সাথে জ্বলবে দইওয়ালা চাঁদ আর আমরা ভুলে যাবো ফ্রেমজন্মের কাহিনী । বিবর্তনের কাঁটায় সান্দ্র হবে আসবাব , দেওয়ালে টুংটাং মৃদুখোদাই , পথিকের মতো দীর্ঘপথ উল্লাস হয়ে সাঁতারঅমল আসবে উচ্চারণে ...

আর খোলা জানলায় অমলের জন্যে প্রকৃত উদ্ভিদমুখবন্ধ লিখে রাখবো আমরা ...


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন