কবিতা - সুমন মণ্ডল

বেইমান বর্ষা
সুমন মণ্ডল


সকাল ছিল মেঘ করা মন, দুপুর হলো ফাঁকা।
নীলচে আকাশ উসকালো প্রেম, আসবে তুমি একা।

আসবে তুমি জিন্স টপ-এ তেই, কাদায় শাড়ি বারণ।
খোলা চুলের খুশবু শুঁকেই, মাতিয়ে নেবো মন।

প্ল্যান গুলো সব আঁকতে গিয়ে, গড়িয়ে দু-এক ঘন্টা-
শেষের দিকে ঘুম আসলো, জুড়িয়ে চোখের পাতা।

চটকালো ঘুম, টিনের চালে, চড় বড়া বড় শব্দে।
শেষ দুপুরেই আমার মনে, ঘনিয়ে এলো সন্ধ্যে।

টেবিলে রাখা নতুন ডিও- ভেংচি কেটে হাসছে,
ঠোঁট উল্টানো ইনবক্স-এ, "সরি সোনা" ভাসছে।

মেঘ করা মন ভালই ছিল, সকাল ছিল শান্ত।
নীলচে আকাশ ধোঁকায় ভরা! উস্কানিটা ভ্রান্ত।


2 মতামত: