কবিতা - সুরঙ্গমা ভট্টাচার্য্য

তোমাকে বলিনি
সুরঙ্গমা ভট্টাচার্য্য


গাছপাতা থেকে রঙ,
পাহাড়ের চূড়ো থেকে রঙ,
নদীর বুক থেকে রঙ,
আকাশের গা ছেনে রঙ,
সমুদ্র কিনার থেকেও রঙ নিয়ে
রোজ ভোর থেকে
মাঝরাত পেরিয়ে
নিজের ওপর তুলি
বোলাতে বোলাতে
তুমি...ঘনশ্যাম..

প্রস্তুতি সম্পূর্ণ করেও
গাঢ় অন্ধকার বেয়ে ওঠা
জোয়ারের নিষ্ফলা ঢেউ
শরীরে মাখতে মাখতে
নীলবর্ণ হয়ে গেছ
বুঝতে পার নি...
পোষাক ও প্রসাধনে
মুখের গভীর থেকে টানটান নির্বাচিত
শব্দ উচ্চারণের পরও
কের মাঝখানে অপেক্ষার
ঝাড়বাতি জ্বেলে রেখে গেছ
অথচ
ভরা ভাগিরথীর তীর ছুঁয়ে
তখন তুমি
দূর্বাদল শ্যাম...
সহনীয় করে নিজের চারিপাশ
হতাশা অহঙ্কারে পরিপূর্ণ আমি
কলম আর সাদা পাতা নিয়ে
আলোর খোঁজে
ধরা পরে যাই
নিজের কাছেই,
আষ্টেপৃষ্ঠে বেঁধে মন
পালঙ্কে শয়ান
রান্নাবাটির রোজনামচা
অস্থির বুকের ভেতর অন্য স্মৃতি অন্য দেশ
আর পুড়ে যাওয়া দগদগে
জমাট ঘনশ্যাম...
জন্মাষ্ঠমীর রাতে এ আমার সুখ , এ আমার রোমন্থন...




5 মতামত: