কবিতা - দেবাশীষ মজুমদার

নোনতা ঠোঁট এবং রূপালী মোহ
দেবাশীষ মজুমদার (অন্যদিন)



সমুদ্র মন্থনে মত্ত আমরা ক’জন
মুক্তো খুঁজে খুঁজে ক্লান্ত দেহে নোনা স্বাদ নিয়ে
আঁকিবুঁকি খেলি বালির ক্যানভাসে।
এখানে জোছনা ছুঁয়েছে জল, এখানে সমস্তটাই
অপার্থিব মনে হয়। মাঝে মাঝে ফ্লাশ ব্যাকে ইতিহাস
হানা দ্যায়, সময় ফুরল নাকি! রাইজলে ডুবাই
নোনতা ঠোঁট, মেঘহীন আকাশ থেকে রূপালী মোহ
ঝরে ঝরে পরে।
বাৎস্যায়নের গল্পের ধার ফুরিয়ে এলে –
জমাট আঁধারে ওড়াই আটত্রিশটি আগুন ফানুস।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন