কবিতা - অনুপম দাশ শর্মা

প্রদোষপুত্র
অনুপম দাশ শর্মা



দ্বিধা ছিল না মোটেই
তাই খেলার অঙ্গীকার সহজেই বাতাস বুকে ভরে দৌড়ল
দৌড় দৌড় দৌড় ......
তোয়াক্কাহীন শক্তি একে একে ছুঁয়ে যাচ্ছে ভালমন্দের সাঁকো,
পেরিয়ে যাচ্ছে ইচ্ছের নাগরদোলা
সব সব জানলার বুভুক্ষূ দোলাচল।
দ্বিধা ফিকে নীলাকাশে
উড়ন্ত বকের পিঠ থেকে দিনের শেষ
রোদ্দুর মেখে মুক্তমনা,
সেই পিছল জোৎস্নায় আসন পেতে অকাট্য মন,
তেমন কোন রাজ্যপাটের দাবীদার নয়
তেমন কোন মেহগনি বার্নিসের বসন্ত নয়,
অবোধ উৎসে ঘনীভুত তাড়না শুধু জানায়,
ওহে পথিক দৌড়ও
শুধু দৌড়ও
দেখো না চোখের মরুঝড়
দেখো না গুপ্ত অধিকার ,আঁধার চেরা চৈতন্য
তোমায় গড়ে নিক নির্বাক নির্লোভ প্রদোষপুত্র।


5 মতামত: