কবিতা - শেখর রায়

পুত্র পিতাকে
শেখর রায়


রক্তমাখা অন্ধকার পেরিয়ে
প্রথম যাকে চিনলাম
তার সিঁথিতে ছিল
তোমার হাতের সিঁদুর ।
তোমাকে কবে চিনলাম ?
মনে আছে সেই দিনটা ।
আমার স্তন্যপান দেখার
একমাত্র অধিকার ছিল তোমার।
রাতের বিছানায়
আমাকে কাঁদিয়ে তুমি
মেতেছো কামনার খেলায়।
অঙ্কে ভুল হলে চপেটাঘাত ।
দুআঙ্গুলের মাঝে পেন্সিল রেখে
চাপ...উফফ... ভয়,
শুধু ভয় পেয়েছি তোমায়।
আমার প্রেম
তোমার কাছে সরীসৃপ হয়ে থাকল।
ঘরেতে নিলে না তারে
বেসেছিলেম ভালো যারে।
আমার যেদিন আস্তানা হল
তুমি এলেনা আমার কাছে।
বুক ফাটা কান্নায় বলছি
আজ ভালো থেকো
তুমি পিতা হয়ে...


3 মতামত: