কবিতা - অরিন্দম চন্দ্র

ঘুড়ি
অরিন্দম চন্দ্র


বুস্টার দেওয়া জোড়া এন্টেনার ফাঁকে
লটকে থাকা এক-তে ঘুড়ির মতন
জীবনে আটকে রয়েছি--
রোদে পুড়ে, জলে ভিজে।
আকাশ যখন পড়ন্ত সূর্যের
নিভু নিভু আঁচে লাল,
তখন ইচ্ছা করে মেঘগুলোকে ছুঁই।
কাকজোছনায় ঘুমন্ত শহরের বুকে
হাওয়ায় ফড়ফড় করি,
লাটও খাই দু-এক বার--
উড়তে পারিনা আর।
তোমার লাটাই অনেক সুতো ছেড়েছিল,
দলা পাকানো, মাঞ্জাহীণ জড়িয়ে রয়েছে সব।
কাগজ ফাঁসা , কান্নিকের ভার দেখে
এই ঘুড়ি নিতেও আসে না কেউ।
শুধু অপেক্ষার দিন গুনি--
কখন সেই ঝড়টা আসবে,
শেষবারের মতন উড়ে যাবো।


2 মতামত: