কবিতা - আকাশ দত্ত

কর্ণ
আকাশ দত্ত



চলে যাওয়ার দিনটা কি ভীষণ ছিলো!
তোমার আমার মাঝে
মধ্যবিত্ত সভ্যতা
আতশবাজি
নিষিদ্ধ
তখনও
আঁচলটা ধরাই ছিলো মুঠিতে
অনার্য রাজার মত
উলঙ্গ অন্ধকার
বন্ধ চোখে
নরম নদীর জিভে অসহ্য সংকেত
বেজন্মা কুকুরের ডাক;
কেউ দাঁড়িয়েছিলো
পর্দার ওপারে
ঠিক
রোদ এসেছে প্রতিবিম্বে
ঠোঁটময় মেষপালকের প্রেম
ডিঙ্গিয়ে গেছে চৌকাঠ
শেষমেষ
আমার শহরে মৃত্যুমিছিল
হঠাৎই
অথচ
আজ মনে হয়
আগুনকে পোষ মানাতে গিয়ে
জ্বালিয়ে দিয়েছি ঈশ্বর
অসহায় কর্ণের মত
এই আমি!! 



0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন