কবিতা - শ্রীশুভ্র

অন্ত্যেষ্টি!
শ্রীশুভ্র



মালবিকা সান্যালের তাড়া আছে লাভ লোকসানের বন্দরে নোঙর ফেলার জন্য!

সদর দরজার চৌকাঠ ডিঙানো মখমল পায়ের
রিনিঝিনি নুপুর আদরে!
উন্নাসিক রাতের চাদরে!

ভোর ভোর শিশির চোখের নির্বাক বারান্দার
নাগরিক মায়াকান্নার শ্লোক!
মালবিকার ঝোঁকে!

এখানে রাজ্যপাটের অলিন্দে
চক্রব্যূহ থেকে বেনামী শিবিরে
মালবিকার অবারিত গতি!
বন্দরে রোজকার জাহাজ ভিরাতে!

তুমি বলেছিলে একদিন
ঝিলিমিলি জোনাকি আদরে

মানুষের জঙ্গল পারিজাত উদ্যান হবে!

হৃদয় জুড়োবে!

তুমি বলেছিলে পরজীবী
নগর বন্দরে, গোলটেবিল
গোপন আঁতাতে- ষড়যন্ত্রের
ট্র্যাডিশন ফুরাবে!

মালবিকা সান্যালের ভগ্নস্তুপে ধ্বংস চিহ্নের ডানায়

অবিনাশী ভালবাসা পাখি হয়ে হৃদয় উড়াবে!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন