কবিতা - মৌ দাশগুপ্তা

জন্ম
মৌ দাশগুপ্তা



একদিন সব গান দুরন্ত পাখির পালকের মত উড়ে যাবে।
একদিন গল্পগুলো আবছা হতে হতে মিলিয়ে যাবে
আধফোটা চাঁদটার আলতো রূপালী আলোতে
কবিতারাও একদিন সরষে ফুলদের হাত ধরে হেঁটে চলে যাবে।

পর্ণমোচী সময়ে পাটিগণিতের মত খোলা মাঠে পড়ে থাকবে পুষ্পশর,
আদিম কানীন অরণ্যে মৃগনয়না শকুন্তলা লুকাবে বন্য সৌন্দর্য্য।
দুষ্মন্ত মনুসংহিতার মত রাতের অধ্যায় জুড়ে রাজকাহিনী লিখে যাবে
অন্ধকারে স্ত্রীর সঙ্গে, রমনীর সঙ্গে, নিখাদ পুরুষসুলভ যৌনতায় ।
অশ্বমেধের ঘোড়া ছুটে যাবে মরুভূমি পেরিয়ে অলীক এক ঝর্নার দিকে ।

রাত্রির রমনীয় দেহে কামসূত্র লিখে যাবে শ্বাপদ সভ্যতা,
বারবার নারীকে ধর্ষণ করবে, নষ্ট করবে, আঘাত করবে শরীর জুড়ে,
প্রগাঢ় কুয়াশা ঘিরে ধরবে ভাঙা কুটীর, প্রাসাদ রাস্তা ও ঊপাসনাগৃহ,
ধর্ষণের শব্দে হাততালি দিয়ে আনন্দ জানাবে লোভ চকচকে মানুষগুলো !

তারপর সারারাত ধরে একটু একটু করে বিবসনা হবে তুমি,
একটু একটু করে তোমাকে নখে দাঁতে সময়ের কশাঘাতে ভাঙব,
জোনাকজ্বলা রাতের আলোয় তুমি ক্রমশ ঈশ্বরী হয়ে উঠবে ।
তখন না হয় আমাকে একটা নতুন পরিচয় দিও।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন