কবিতা - শমীক দাশগুপ্ত

স্বপ্ন
শমীক দাশগুপ্ত



নাহি জানি তাহার শুরু কোথা, শুধু জানি চলাচল।
সুধীর মূর্ধা মাঝে তাহার অনুদিত কোলাহল।
শাশ্বত রূপ পরিচিত লাগে ঘুমন্ত অবচেতনে।
তারে ভাবিয়াছি এক নিঝুম প্রভাতে, তারে বুঝিয়াছি সান্ধক্ষণে।
সে নাহি কয় কথা, নাহি গাহিয়াছে গান।
কখনো করে নিস্প্রাণ, কখনো করিয়াছে প্রাণোদান।
ছুটিয়াছি বহুদূর, যেথা বলাকা যায়না থামিয়া।
দেখিয়াছি দেবতা, মর্তে আসিয়াছেন নামিয়া।
জাগিয়াছে অন্তরো, অরুণে, পবনে, বর্ষণে।
ভাসিয়াছে হৃদয়ও তরী অনন্ত সন্ধানে।
বুঝিয়াছি সে যে সত্য নহে, কল্প দেশ এর ঘুমে।
তারে রাখিয়াছি গোপন মনাম্বরে, নীরবে নিঝুমে।
নিবিড় নিশিথ তারা তুমি, মোর অকারণের সখা।
তব স্পর্শে নিত্য দিবস স্বপ্নিল রঙে মাখা।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন