মৃত্যু
শমীক (জয়) সেনগুপ্ত
আমার সাথে তোমার দেখা হয়েছিল অন্ধকারেই,
আমি তখন কুঁকড়ে ছিলাম শীতল একটা বুকের খাঁজে
অনাগত অবকাশের ইচ্ছে হয়ে।
তখন আমার ঘুম ছিল কি চোখে ?
নাকি চমক ছিল হিসেব ভোলা সময় অনুপাতে !
আমি তোমার দিন গুণিনি অপেক্ষাতে-
শুধু ঢিমে তালে পা বাড়িয়ে বয়স চলে ..
আমার এখন পঁচিশে পা বারবেলাতে,
তাই বুঝি কেউ ভাবে না যে তোমার সাথে আমার দেখা
রোজই ঘটে বাসে ট্রামে, একলা ঘরে-
ভিজে বালিশ; চামড়া ছোঁয়া হাতের মাঝে।
তবুও ত' হয় যে দেখা সঙ্গোপণে-
সযত্নে একটা আকাশ আছে আঁকা শরীরেতে ।
কেউ বা বলে আমায় এখন একটু একটু প্রেমিক হতে-
কারুর কথায় রাতের বুকেও সুখ থেকে যায় শিশির হয়ে-
আমার হাতের কাঁপা অক্ষর তোমার মতই জড়িয়ে আছে
সুইসাইড নোট।
তোমার আর আমার মধ্যে ব্যবধানটা একটা মুখের-
একটা গাঢ় নীলাভ আভায় আমিও ঠিক আমার মত বিষণ্ণ চাঁদ।
একলা আকাশ সূর্যবিহীণ আমায় এখন রোজই ভেজায় জ্যোৎস্নালোকে;
আরেকটু হাত বাড়িয়ে দিলেই তোমায় পাব নিবিড়ভাবে-
তাই ত' তুমি হাতছানিতে ডাক পাঠালে ।।
সুন্দর লেখা...
উত্তরমুছুনThanx Animesh
উত্তরমুছুন