কবিতা - অনুপম দাশশর্মা

অকাল বোধন
অনুপম দাশশর্মা



অনেক সুখের দেশ পেরিয়ে হৃদয়ে
এখন আগুন জ্বলে
অনেক উঠোন ঘুরে এসে
হিজল তলায় ইচ্ছা কাঁদে।

কাঁদিস কেন জলপরীরা আলগা সূতোয়
গিঁট থাকে কি?
ওপরওয়ালা জানতো কি আর
সাদা পাতায় আত্মা মেকি!

অনেক পাহাড় তিস্তাপারে ঘর বসিয়ে
মুক্তি গড়ায়
কোনটা ভাসে হ্রদের ডানায়
কোনটা হারায় অকাল খরায়।

শেষ বিকেলের শূন্যহাতে দাও
ভরিয়ে অকাল বোধন।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন