সাড়া
দেবাশিস কাঞ্জিলাল
ডাক পাঠালেই সাড়া দিতে হবে
এমন কোন কথা কিন্তু নেই !
এদিক থেকে ওদিক থেকে
সহস্র ডাক, অভিমানের ছায়া,
মনের মাঝে কষ্ট ছায়া ফেলে,
নষ্ট হয় কত সবুজ বেলা ।
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি,
কোন আকাশে পৌঁছে হবে শেষ,
নিজের সাথে নিজের এই লুকোচুরি খেলা !
এককথায় বলতে গেলে বলতে হয় অপূর্ব ! ছোট একটি কথা ডাক , সেই কথাটি কত গভীর ভাবে চিন্তা করলে এমন একটি কবিতা জন্ম নেয় তা ভেবে অবাক হয়ে যাচ্ছি । কবিতাটি যে মনের গভীরে দাগ কাটলো তা বলার আপেক্ষা রাখেনা ।
উত্তরমুছুনসরল ভাষায় সুন্দর একটি কবিতা।
উত্তরমুছুনকথা বলার ভঙ্গিতে এই অনায়াস গমনে শব্দের দুর্বোধ্যতা নেই বলেই ভালোলাগার মগ্নতা ছুঁয়ে থাকে।
উত্তরমুছুন