কবিতা - লোপামুদ্রা মুখার্জি



ধাঁধাঁ জীবন
লোপামুদ্রা মুখার্জি
 

মেয়ের চোখ যামিনী রায়
পায়রাগুলো পাখা মেলতে ভুলে যায়
বন্যতা হিংস্রতার মিছিলে চলে
মিছিলের শেষে এঁটোপাতা, প্লাস্টিক ওড়ে।
.
এক আকাশ খেচর বারবার খুবলায়
ক্যানভাসে শিল্পীর তুলির টানে
মানব-মানবীদের ঝলসান রূপ
ঝলসে যাওয়া মনে পাথর নিশ্চুপ।
.
ঘোর কুয়াশায় জমাট জমাট অন্ধকার
ঝাঁঝরি জীবন জুড়ে চুলের ঝাপটা ঝার
সময় জুড়ে শুধু মশা মাছি আর ঘটনারা
করে আনি বানি ছানি
ঠিক সময়টাই মেয়েটার বড্ড মায়াবিনী।


1 মতামত: