বাস্তুহারা
দেবাশীষ সেন
আমার অহংকারী ইচ্ছেগুলো
শীত ঘুমে মনের কোনে
অনেকদিনই হল
পড়ে আছে সংগোপনে
হার জিতের খেলায়
না ঝরা রক্তধারায়
ইচ্ছেরা সব ক্ষতবিক্ষত আর
শীত ঘুমে মনের কোনে
অনেকদিনই হল
পড়ে আছে সংগোপনে
হার জিতের খেলায়
না ঝরা রক্তধারায়
ইচ্ছেরা সব ক্ষতবিক্ষত আর
এলোমেলো...
ভালোবাসি।
এ কথাটা নাই বা
মুখ ফুটে বললাম তোমায়
একদিন কোন সন্ন্যাসী
শ্বেত শুভ্র বেশে
হাতে নিয়ে কমন্ডুল
পৌঁছে যাবে তোমারই দোরে
এক আঁজলা জল দিও
সে শ্মশ্রুধারী কে…
এ কথাটা নাই বা
মুখ ফুটে বললাম তোমায়
একদিন কোন সন্ন্যাসী
শ্বেত শুভ্র বেশে
হাতে নিয়ে কমন্ডুল
পৌঁছে যাবে তোমারই দোরে
এক আঁজলা জল দিও
সে শ্মশ্রুধারী কে…
আকণ্ঠ করব পান
তোমার দেওয়া শান্তি বারি
তোমার দেওয়া শান্তি বারি
তারপর আশীর্বাদ করে
হারিয়ে যাবো
চির কালের মত
দূর কুয়াশায়...
হারিয়ে যাবো
চির কালের মত
দূর কুয়াশায়...
জানি ভালোবাসো না
তাই তো আঁজলা ভরা জলে মিশেছিল
তোমার দু-ফোঁটা অশ্রু কণা...
তাই তো আঁজলা ভরা জলে মিশেছিল
তোমার দু-ফোঁটা অশ্রু কণা...
0 মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন