কালবৈশাখী
গৌতম সেন
অপেক্ষায় মৌন আকাশ মেঘগুলোকে বুকে ধ'রে
স্থির ও স্থবির। সন্ধ্যা এসে আকাশকে প্রশ্ন করে -
মেঘভারী মুখ তোমার এত থমথমে কেন আজ?
ঠিক তখনই মেঘের বুক চিরে নেমে আসে বাজ।
ধুলো ঝড় হয়ে নাচের মাতন লাগায় মাটির বুকে
নিবিড় অন্ধকার লেপে দেয় মেঘ বুঝি সন্ধ্যার মুখে -
শুখা মাটি হঠাৎ উচাটন, সোঁদা গন্ধের এমনই টান
মাছেরা দীঘির জলে ওই ঝাঁকে ঝাঁকে আনচান।
মেঘের দল নামায় ঢল, সজল করুণাধারা
ঝড়ের ডানায় কালবোশেখী মত্ত পাগলপারা।
মাতাল বায় ঝাপটানি দেয়, জলেতে আছড়ে পড়ে
আমকুড়ানি ছেলেগুলো সব কত হুল্লোড় করে।
ঝড় থেমে আসে ক্রমে, বৃষ্টির বুকে কখনও বা ভাসে শিলা -
কালবৈশাখী তুমি উৎসব, মত্ত প্রাণেতে তুমি অনন্ত লীলা।
অপেক্ষায় মৌন আকাশ মেঘগুলোকে বুকে ধ'রে
স্থির ও স্থবির। সন্ধ্যা এসে আকাশকে প্রশ্ন করে -
মেঘভারী মুখ তোমার এত থমথমে কেন আজ?
ঠিক তখনই মেঘের বুক চিরে নেমে আসে বাজ।
ধুলো ঝড় হয়ে নাচের মাতন লাগায় মাটির বুকে
নিবিড় অন্ধকার লেপে দেয় মেঘ বুঝি সন্ধ্যার মুখে -
শুখা মাটি হঠাৎ উচাটন, সোঁদা গন্ধের এমনই টান
মাছেরা দীঘির জলে ওই ঝাঁকে ঝাঁকে আনচান।
মেঘের দল নামায় ঢল, সজল করুণাধারা
ঝড়ের ডানায় কালবোশেখী মত্ত পাগলপারা।
মাতাল বায় ঝাপটানি দেয়, জলেতে আছড়ে পড়ে
আমকুড়ানি ছেলেগুলো সব কত হুল্লোড় করে।
ঝড় থেমে আসে ক্রমে, বৃষ্টির বুকে কখনও বা ভাসে শিলা -
কালবৈশাখী তুমি উৎসব, মত্ত প্রাণেতে তুমি অনন্ত লীলা।
emon kore kalboishakhike onubhob kora!
উত্তরমুছুনbah..
chhuNye roilam e kalboishakhi..