কবিতা - অনুপম দাশশর্মা

বিপন্ন উৎসব
অনুপম দাশশর্মা

বিষ ঝরে পড়ছে মেঘের শরীর থেকে
ভিজে যাচ্ছে জনপদ, শিশুর স্কুল ব্যাগ
হচ্ছে মুমূর্ষু মানব সম্পদ।
প্রতিষ্ঠানের সঙ্গীতে বাঁধা আছে আঘাতের স্বরগ্রাম
খুলে আসে দূর্নীতির নাটবল্টু
আছড়ে পড়ে নগরে আর দূরে সহোদর
বাণিজ্যের মুখে মূর্খের সহস্র নাম।
.
তবে কি বাতাসে থাকবে একা শোকের দীর্ঘশ্বাস?
শৈশব, কৈশোর কি মেখে নেবে
বারুদের রেণু!
দীর্ঘ রজনী উপোস থেকে কোন কবি
স্বগোক্তি করে কবিতায় ঘনায় না বিপ্লবের মেঘপুঞ্জ
.
অবিশ্বাসের দাপুটে হাতেও হুল বসায় বোলতা
ফুঁসে ওঠে অন্ধকার
একবার চেয়ে দেখো কড়িকাঠে
উৎখাতের সংকেত পেয়েছে বিপন্ন ধ্বংস উৎসব।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন