কবিতা - সৌমিতা গায়েন



তুই আর আমি
সৌমিতা গায়েন

চোখের দিকে স্থির দৃষ্টি,
কিংবা কাঁধে তোর কান আর এলোমেলো চুলের আলাপ
আজকে বাদ রাখব​....
আর তোর হাতে তুলে দেব
কিছু লাল মলাটের বই আর মানচিত্র ।
তারপর না হয়,
টোপোশিট আর গ্রাফ কাগজে
নিখুঁত হিসাব করিস-
তোর বিদেশি ringtone-টাকে বাদ দিবি?
না আমার মেয়েবেলাটাকে....?
যদি কোথাও ভুল করিস,
দ্বিতীয়বার সুযোগ দিতে পারি
ইঞ্চি কিংবা সেন্টিমিটারে মেপে,
অথবা শিখিয়ে দেব....
দাঁড়ি, কমা আর সেমিকোলনে।
                 
বাকি সবার মতো তুইও এ দাবিটাকে আঁতলামি ভাবিস না আবার।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন