কবিতা - তন্ময় গুপ্ত



সুখের কথা
তন্ময় গুপ্ত

হলুদ বিকেল কলম খুলে
যতই ভাবি সুখের কথা লিখব কিছু,
সুখের ঘরের কোন সে হদিস
বন্ধুর পথ কখন উঁচু কখন নিচু ।
ভাবতে থাকি মধুর স্মৃতি
ঝাপসা কেন আমার খোলা লেখার পাতায় ?
অশ্রু সজল আমার আঁখি
দৃষ্টি পথের রোধক হয়ে জীর্ণ খাতায়।
লোহিত কেন কলম কালি ?
হৃদয় ক্ষতের সেই সে রুধির চুঁইয়ে মেশে।
সুখের কথা লিখতে গিয়েও
মনের বেদন কাব্য হয়ে দিনের শেষে।


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন