সম্পাদকীয় : মে-জুন ২০১৬



সম্পাদকীয় : মে-জুন ২০১৬

এবার গরমের নতুন অতিথি লু। আরে পশ্চিমা লু কীভাবে যে এই গাঙ্গেয় বঙ্গে চামড়া পোড়াতে এল, কে জানে! আর ছিল সাত দফায় ভোটের গরম। জয়ী হোক গণতন্ত্র।

বাংলা নববর্ষ থেকে বাঙালি মনে সাজো সাজো রব পড়ে যায়, চুপিসাড়ে। এবার রবীন্দ্রজয়ন্তী, আর তার কিছু পরেই নজরুল সন্ধ্যা। বাঙালি নিজের মত করে নিজেকে রাঙিয়ে নেয় রবীন্দ্রে-নজরুলে। আর হ্যাঁ, চিলেকোঠাও সামিল হয় জগতের এই আনন্দযজ্ঞে।

১৪ মে শনিবার, বাবুঘাটের পাশের শিপিং ঘাট থেকে এক অপরূপ প্রমোদতরণীতে এক ঘণ্টার গঙ্গাবিহার, সঙ্গে চলল চিলেকোঠা গ্রুপের সদস্যদের গানে-নাচে-আবৃত্তিতে-পাঠে অনাবিল উজ্জ্বল যোগদান। চিলেকোঠার কোনও এমন অনুষ্ঠানে সব থেকে মন ছুঁয়ে থাকে বিদায়লগ্নটি। ব্যথাতুর, অব্যক্ত। সেদিনেও এর ব্যত্যয় হয়নি।     

এবারেও হরেক লেখায় সাজানো হল ডালা। সেসবের স্বাদ নিন, উদযাপন করুন এই সব কিছু।  


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন