রূপচর্চা - মিলি মুখার্জি



হাতের যত্ন নিন
মিলি মুখার্জি

আমরা মেয়েরা প্রায় সবাই রোজই রান্নাবান্না করি। কাজের লোক না আসলে ঘরমোছা, বাসনমাজা ইত্যাদি করতে হয়। তাই আমাদের হাতের যত্ন অত্যন্ত জরুরি।
 
১) প্রথমে নেল পলিশ রিমুভ করে নিন, নেল কাটার দিয়ে হাতের নখ ল্যাটিন গোল অথবা চতুষ্কোণ শেপ-এ কেটে নিন। ইচ্ছে হলে হালকা পয়েন্ট নখ করতে পারেন। কাটার পর নখ ফাইল দিয়ে ভাল করে মসৃণ করে নিন।
২) এর পর সামান্য উষ্ণ জলে কয়েক ফোঁটা ডেটল মিশিয়ে তাতে ২ মিনিট হাত চুবিয়ে রাখুন।
৩) হাতে ঘষার ব্রাশ নিয়ে তাতে অল্প শ্যাম্পু দিয়ে হাতের ওপর-নিচ ভালকরে ঘষে নিন, পিউমিক স্টোন দিয়ে আঙুলের যে সমস্ত জায়গায় ময়লা জমে আছে সেখানে মৃদু ঘষে পরিষ্কার করে নিন।
৪) এবার হাত ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে, শুকনো করে মুছে নিন।
৫) আঙুলের নখের ভেতরের জমা ময়লা পুশার দিয়ে বের করে নখের ভেতরের অংশ পরিষ্কার করে নিন।
৬) ভাল কোনও ম্যাসাজ ক্রিম দিয়ে হাত ভাল করে ম্যাসাজ করে নিন।
৭) নখের ওপরের ক্রিম পরিষ্কার করে আপনার পছন্দের রঙের নেল পলিশ পড়ুন।

একটা ছোট টিপস - 
যাদের আঙুলের নখ অল্পেই ভেঙে যায় তারা যদি রোজ সময় করে একটা ছোট বাটিতে গরম জল নিয়ে তাতে আঙুলের নখের অংশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে তার পর এক টুকরো পাতিলেবু দিয়ে নখ ঘষে নেন, অনেক উপকার পাবেন। 


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন