কবিতা - জয় (শমীক) সেনগুপ্ত



ঠিকানা
জয় (শমীক) সেনগুপ্ত


কার্নিশ বাওয়া শ্যাওলা আর
ক্লিপে আটকানো সুখ,
সব কিছু মিলিয়ে আশ্রয়হী অনুভব আণবিক
স্পর্শ চেয়ে ওঠে
পেটেতে হরফ নেই,
তবুও তো দানাপানি জোটে
এই নিয়ে ত্রিপলেতে
বাঁধা থাকে কাম লোভ মোহের সংসার
ছাদ ছাড়া মাথাগুলো
বোবা চোখে জেনে যায়
ঠিকানার আছে দরকার


1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৮ নভেম্বর, ২০১৪ এ ১১:৩৪ PM

    জয় শমীক সেনগুপ্তের ঠিকানা কবিতাটি মুঘধ করল

    উত্তরমুছুন