কবিতা - অনুপম দাশশর্মা


ঘেরা বারান্দার বাইরে
অনুপম দাশশর্মা

তোলপা করে শব্দের মুখ, দিগন্ত খোঁজে চোখ
নিস্তরঙ্গ নয় তো জীবন, ভরন্ত র্ভোগ
সন্ন্যাস যদি চৈত্রেই ঘামে দরকার কি ণ্যে
আমি যুঝে চলি চালিয়াৎদের
যান্ত্রিক জনারণ্যে

তেলে-ঝোলে মাখা চকচকে ত্বক সংস্কৃতি কপচায়
মধ্যরাতের মেগাবাইটে বিকৃতি বর্ষায়..

সংশয়ঘেরা উদ্যমে, এলোপাথাড়ি কষাঘাত
ব্যতিক্রমের নয়াচরে স্বীকৃতি রোখার ধারাপাত
তবু অমান্য জেদের ধাঁচে কিছু অলজ্জ সৃষ্টিই বাঁচে
গুচ্ছের রিপু, দ্বেষ-বিদ্বেষে
কবিতাই জেনো ধরে হাত

কত হসন্ত স্তব্ধ করেছে উলুখাগড়ার গ্ন্যুৎপাত


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন