কবিতা - তনুশ্রী চক্রবর্তী



কবিতারা হেঁটে যায়
তনুশ্রী চক্রবর্তী


তোমার আশার সফর,
আমার নিরাশাগুলোকে বাড়িয়ে চলে প্রতিনিয়ত;
জাফরি দিয়ে যতবার আলো আসতে চেয়েছে,
ঠিক ততবারই মেঘ এসে ভিজিয়ে দিয়ে যায়...
বাজ গুমরে মরে আপন খেয়ালে ,
ক্যাকটাস ব্যস্ত থাকে চোখরাঙানিতে-
আর বৃষ্টি...
তার অতো পাত্তা দেবার সময় কোথায়!


2 মতামত: