কবিতা - কমল সেনগুপ্ত


হেলাফেলার "ঝাঁপি"
কমল সেনগুপ্ত


দেখেছিলেম তাকে, স্বপ্নালী এক রাতের বুকের মাঝে  
এসছিল সে মজা নদীর বাঁকে  
ডাক দিয়েছিলো ব্যাকুল করা সম্মোহনী সুরে ----
"
স্বপ্ন দেখবে গো-ও-ও, ইচ্ছেমতো, যা দেখতে চাও তাই,
দিবা-নিশি যেমন খুশি রঙ-বেরঙ এর স্বপ্ন দেখবে গো-ও-ও"
শুধিয়েছিলেম তারে -----
'
কত রকম স্বপ্ন দেখার ঝাঁপি তোমার আছে ?'
"
পুরতে মনের সাধ, চাইবে যেটা একমনেতে, পাবে সেটাই কাছে"  
বলেছিল সে হেসে -----
"
এক এক ঝাঁপি এক এক স্বপ্ন, সবার তরেই আছে  
রাজা হবার স্বপ্ন, ধনী হবার, নেতা হবার, যশ কুড়োবার স্বপ্ন,
যুদ্ধ জেতার স্বপ্ন, দুনিয়াটাকে বশে রাখার বশীকরণ স্বপ্ন,
অদ্ভতুড়ে স্বপ্ন, কল্পনাকে বাস্তবতায় মিলিয়ে দেবার স্বপ্ন,
সময় ধরার স্বপ্ন, অজরামর হয়ে থাকার ইচ্ছেপূরণ স্বপ্ন,
সুখ চাবির স্বপ্ন, দুঃখ তালা খুলে সুখের ঘরে ঢোকার স্বপ্ন  
আরো আছে কত ----
গায়ক-নায়ক-শিল্পী-কবি-মানী হবার স্বপ্ন  
ইচ্ছেমত নাও, মনের মত সুখ-স্বপ্নে বিভোর হয়ে যাও"
কাটতি ছিল খুব, স্বপ্ন-ঝাঁপির স্বপ্নগুলো ফিরতো হাতে হাতে
একটা ঝাঁপি পাশে, অবহেলায় পড়েছিল ধুলোমলিন সাজে,
দেখে শুধোই তারে -----
'
এটা বুঝি হেলাফেলার, প্রয়োজন ফুরিয়েছে?!'
"
এতেও স্বপ্ন আছে, এ স্বপ্নকে নেবার তরে কেউ আসে না কাছে
এ স্বপ্নটার মাঝে, দুনিয়াটাকে শুদ্ধ করার শক্তি ভরা আছে  
চাইছে না কেউ একে,
ঝাঁপিটা তাই বন্ধ হয়েই হেলায় পড়ে থাকে
পারবে এটা নিতে?
শুধুই 'ভালো মানুষ' হবার স্বপ্ন এ ঝাঁপিতে


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন