কবিতা - তমালী রায়


পারাপার
তমালী রায়


দাঁতে দাঁত চেপে ও তো খরস্রোতা (নদী) পার হওয়া যায়,
আমি কি ভাসিনি স্রোতে?
লুকাইনি তপ্ত চোরাবালিতে?
কোথায় লুকিয়েছিল এতো জল, এতো জোড়াতালি?

সূর্যের বয়স্ক রং দিনশেষে ঠিক দেখা যায়
তুমিও কি করোনি শক্ত মুঠি তোমার সূর্যকে বইতে?
সরাওনি সন্তাপ মেঘ ?
আমি তো রেখেছি ঢেকে
আমার যা কিছু ক্ষতস্থান,
দিন যাপনের ক্ষয়
তাও তো পেরেছি সইতে!


0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন