কবিতা - কাশীনাথ গুইন


অসহায় 
কাশীনাথ গু

দিয়েছিলাম সব
উপাচারে কিছু অনটন রাখিনি
তবু তুচ্ছতায় ভরালে জীবন

অনেক কাল সয়েছি সকলই
সহনের সীমান্ত পেরিয়ে
আজ দিগন্তরেখা ছুঁয়েছি

কিছু কি চেয়েছি কখনও!
উজাড় করে দিতেও কিছু লাগে
একটু ফাঁকা মনোভূমি

দিয়েছ ভেবেই এতো সয়েছি
সে নাকি আমার ভুল তা জানিয়েছ -
তাই তো হারিয়েছি পথের বাঁকে



1 মতামত:

  1. দেবাশিস কাঞ্জিলাল৯ নভেম্বর, ২০১৪ এ ১২:০৪ AM

    কাশীনাথ গুইন এর অসহায় কবিতাটিতে এক সব হারানোর আকুতি বড়োই স্পর্শ করে মনকে ।

    উত্তরমুছুন