কবিতা - দেবাশিস রায়



তিনটি কবিতা
দেবাশিস রায়

(১)
সব মেঘে তো বৃষ্টি নেই…
বুঝি,
তবু খুঁজি
ছাতার আড়াল
আজব খেয়াল
কার
, জানি
বৃষ্টি নামলে এখনি
ভেজাবে, সে ভেজাবেই।

(২)
আর ছবি পাঠাবেনা বলেছ আমাকে
তাতে কি মনে হয়, ভালোবাসা কমে যাবে ?
নাকি এই অবহেলার জবাব দিতে
আরো বেশি ঘনিষ্ঠ হব তোমার নিভৃতে ?

(৩)
যদি তুমি নদী হতেও রাজি আছি
যদি কখনও দেখা হয়,
দেখবে মোহনা পেরোচ্ছি।




0 মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন